মাস দুয়েক আগেও নিজের ব্যাপারে চরম আত্মবিশ্বাসী ছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে ডেমোক্রেটদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনের জায়গায় কামালা হ্যারিস আসার পর বদলে যায় গোটা চিত্র। জনমত জরিপে কামালার এগিয়ে থাকার বিষয়টিও মানতে পারছেন না ট্রাম্প। এখন কামালাকে ঠেকাতে ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন তিনি। ছেড়ে কথা বলছেন না কামালাও।
নিজের ট্রুথ সোশ্যালে কামালার বিরুদ্ধেও কুৎসিত ভাষায় আক্রমণ অব্যাহত রেখেছেন ট্রাম্প। সাম্প্রতিক নানা জরিপে নিজের বিজয় দেখিয়েও সামাজিক যোগাযোগ পরিসংখ্যান তুলে ধরছেন তিনি। তার অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে কামালা তার সমাবেশে বেশি মানুষের সমাগম দেখিয়েছেন।
সম্প্রতি, গাজার রাফা অঞ্চল থেকে এক মার্কিন নাগরিকসহ ৬ জিম্মির মরদেহ উদ্ধারের ঘটনার দায়ও কামালার ঘাড়ে দায় চাপিয়েছেন ট্রাম্প। বাইডেনের সঙ্গে মিলে কামালা বিশ্ববাসীকে নানা মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। বলেন, নির্বাচনী প্রচারণায় ডেমোক্র্যাটরা বার বার গাজার দুর্ভোগ শেষ করার প্রতিশ্রুতি দিলেও, আদতে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি তারা।
এই যখন অবস্থা তখন সবার নজর আগামী ১০ সেপ্টেম্বর ট্রাম্প ও কামালার মুখোমুখি বিতর্ক অনুষ্ঠানের দিকে। দুই প্রার্থীই প্রচারণায় ব্যক্তিগত আক্রমণ ও স্যুইং স্টেস্টের ভোট নিয়ে লড়াইয়ে মেতেছেন। স্থানীয় সময় সোমবার বাইডেনের সঙ্গে পেনসিলভেনিয়ার পিটসবার্গ শহরে শ্রম দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন কামালা। এদিকে, আগামী শনিবার ব্যাটেলগ্রাউন্ড উইসকনসিনে যাচ্ছেন ট্রাম্প।
ইসরাইলের প্রসঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের লবিং ১৫ বছর আগে অনেক শক্তিশালী ছিল। কিন্তু এখন তাদের পাশে কেউ নেই। এমনকি মার্কিন সিনেটর চাক শুমার ইহুদি হওয়ার পরও তিনি ফিলিস্তিনিদের পক্ষে সাফাই গাইছেন। মানুষজন বিশ্বাস করে যে, রিপাবলিকানরা ক্ষমতায় থাকলে ৭ অক্টোবরের ঘটনা ঘটতো না।'
এছাড়া, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় ১৩ মার্কিন সেনাসহ ১৭০ আফগান নিহতের ঘটনায় দুই দলের মধ্যে চলছে কাঁদা ছোড়াছুড়ি। আর্লিংটনে কবরস্থানে বিতর্কিত ভিডিও ধারণ নিয়ে ট্রাম্পের সমালোচনায় মেতেছেন কামালা হ্যারিস। গর্ভপাতের অধিকার নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যেও চলছে পাল্টাপাল্টি প্রচারণা।