উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ভেনেজুয়েলায় তেল শোধনাগার লিক, দূষিত হচ্ছে সাগরের পানি

ভেনেজুয়েলার একটি শোধনাগার লিক হয়ে তেল ছড়িয়ে পড়েছে ক্যারিবীয় সাগরের উত্তর-মধ্যাঞ্চলীয় উপকূলে। এতে দূষিত হচ্ছে সাগরের পানি।

দেশটির বোকা দে আরোয়া শহরের সৈকতে তেল ছড়িয়ে পড়েছে। এল পালিটো শোধনাগারে প্রতিদিন প্রায় দেড় লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধন করে। এই শোধানাগার থেকেই মূলত তেল ছড়াচ্ছে। যার বিরূপ প্রভাব পড়েছে চারপাশের পরিবেশ এবং জেলেদের জীবন জীবিকায়।

এ ঘটনায় রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পেট্রোলিওস ডি ভেনেজুয়েলা এবং দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের কাছে থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর