উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

কামালাকে মৌলবাদী ও পাগল আখ্যা দিলেন ট্রাম্প

ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনকে সামনে রেখে কামালা হ্যারিসকে নিয়ে আক্রমণাত্মক কথার মাত্রা বাড়িয়েছেন প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। মৌলবাদী ও পাগল বলেও আখ্যা দিয়েছেন কামালাকে। আর ডেমোক্র্যাটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর দাবি, ট্রাম্প আবারও হোয়াইট হাউসে ফিরলে মধ্যবিত্তদের ভোগান্তিতে ফেলে অতি ধনীদের অর্থ কারচুপি করার সুযোগ করে দেবেন।

নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীদের প্রচার-প্রচারণায় উত্তপ্ত মার্কিন রাজনীতি। এরমধ্যেই স্থানীয় সময় সোমবার বিকেলে শুরু হতে যাওয়া চারদিনের ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশন ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে শিকাগো শহর। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলোতে সতর্ক অবস্থানে আছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ডেমোক্র্যাটদের দখলেই হোয়াইট হাউস ধরে রাখার চেষ্টায়- কনভেনশনের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত জোরালো বক্তব্য রাখবেন সাবেক ও বর্তমান প্রেসিডেন্টসহ দলের গুরুত্বপূর্ণ নেতারা। ভোটারদের মনে সারা জাগাবেন প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস ও তার রানিং মেট টিম ওয়ালজ।

এ অবস্থায় বিরোধী দল রিপাবলিকান পার্টি থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সব সাধারণ মানুষের নজর ডেমোক্র্যাটদের কনভেনশনমুখী। তাই কামালা হ্যারিসের প্রতি মানুষের আস্থা কমাতে এই সময়টায় আক্রমণাত্মক কথার মাত্রা আরও বাড়িয়েছেন প্রতিদ্বন্দ্বি ডোনাল্ড ট্রাম্প। কখনো বলছেন, প্রেসিডেন্ট হলে দেশকে ধ্বংস করবেন কামালা। অন্যদিকে দাবি করছেন, বাইডেনের চেয়ে হ্যারিসকে হারানো সহজ হবে তার। এমনকি কামালাকে মৌলবাদী ও পাগল বলেও মন্তব্য করেছেন সাবেই এই মার্কিন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্প বলেন, 'কামালা একজন পাগল। তিনি আমাদের দেশকে ধ্বংস করতে চলেছেন। তিনি আমাদের অর্থনীতিকে পুরোপুরি শেষ করে দেবে। আমি বলতে চাই, কামালা তুমি ভয়ংকর ভাইস প্রেসিডেন্ট। এখন ভয়ংকর প্রেসিডেন্ট হতে চাইছো। যুক্তরাষ্ট্রের মানুষ তা মেনে নেবে না। তুমি এখনই বিদায় নাও।'

এদিকে ট্রাম্পের মতো ব্যক্তিগত আক্রমণ না করে, গঠনমূলক সমালোচনা ও নতুন নতুন পরিকল্পতা তুলে ধরার মধ্য দিয়ে জনমত জরিপে এগিয়ে আছেন কামালা হ্যারিস। দিচ্ছেন মার্কিন অর্থনীতি আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি। এমনকি রানিং মেট টিম ওয়ালজও এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে। ট্রাম্প ক্ষমতায় এলে মধ্যবিত্তদের ভোগান্তিতে ফেলে ধনীদের অর্থ কারচুপির সুযোগ করে দেবেন বলেও মন্তব্য করেছেন তিনি।

ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ বলেন, 'ট্রাম্প যদি এবার হোয়াইট হাউসে ফিরে আসেন, তবে আগে দেশকে যেখানে রেখে গিয়েছিলেন সেখানেই ফিরিয়ে নিয়ে যাবেন। মধ্যবিত্তদের চরম ভোগান্তিতে ফেলে অতি ধনীদের অর্থ কারচুপি করার সুযোগ করে দেবেন। প্রথমবার যারা তার সঙ্গে কাজ করেছেন তারাই আমাদের কাছে এসব বলছেন।'

এদিকে জুলাই মাসে রিপাবলিকানদের তুলনায় দ্বিগুণেরও বেশি নির্বাচনী তহবিল সংগ্রহ করে ট্রাম্পের চেয়ে নিজের শক্ত অবস্থানের প্রমাণ দেন কামালা। তবে মনোনয়ন চূড়ান্ত হওয়ার মাসেও তহবিল সংগ্রহে খুব একটা চমক দেখাতে পারেননি ট্রাম্প। এবার ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশন শেষে মার্কিন নির্বাচনি লড়াই আবহ কোন দিকে প্রবাহিত হয়, তা দেখার জন্যই তাকিয়ে আছে বিশ্ববাসী।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর