আবারও অভিশংসন আতঙ্ক জেঁকে বসেছে ডোনাল্ড ট্রাম্পের মনে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের আশঙ্কাই তাকে বিচলিত করে আসামি তুলেছে। ক্যাপিটল হিল হামলার পাঁচ বছর পূর্তির দিনে দলীয় আইনপ্রণেতাদের মুখোমুখি হয়ে ট্রাম্প সাফ জানিয়ে দিলেন নির্বাচনে হারলে সংকটে পড়বে তার প্রেসিডেন্সি।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনে আমাদের জিততেই হবে, হেরে গেলে আমি ও আমরা সরকার হুমকির মুখে পড়বো। আপনারা স্পষ্ট জানেন, ডেমোক্রেটদের নীতিগুলো আমেরিকার জন্য কতটা ভয়ংকর।’
বর্তমানে ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা পেন্ডুলামের মতো দোদুল্যমান। ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি ডগ লামালফার মৃত্যু এবং প্রভাবশালী সদস্য মার্জরি টেইলর গ্রিনের আকস্মিক অবসরের পর রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা এখন মাত্র ২ ভোটের ব্যবধানে নেমে এসেছে।
আরও পড়ুন:
ডেমোক্র্যাটদের আসন সংখ্যা যেখানে ২১৩, সেখানে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখাটা স্পিকার মাইক জনসনের জন্য অগ্নিপরীক্ষা। এ সংকট কাটাতে গর্ভপাত এবং স্বাস্থ্যসেবা ইস্যুতে রক্ষণশীল অবস্থান থেকে সরে এসে ভোটারদের মন জয়ে নমনীয় হওয়ার পরামর্শ দিয়েছেন ট্রাম্প।
১০০ আসনের সিনেটেও লড়াই সমানে সমান। ৫১ থেকে ৪৯ ব্যবধানে এগিয়ে থাকলেও মধ্যবর্তী নির্বাচনের চিরাচরিত ধারায় ক্ষমতাসীন দল সাধারণত আসন হারায়।
ট্রাম্পের আশঙ্কা, ডেমোক্র্যাটরা সংসদের নিয়ন্ত্রণ নিলে তার বিরুদ্ধে নতুন করে রাজনৈতিক প্রতিহিংসা শুরু হবে। এর আগে দুইবার অভিশংসিত হলেও সিনেটে খালাস পাওয়া ট্রাম্প এবার আর সেই ঝুঁকি নিতে চাইছেন না।





