প্রেসিডেন্ট মাদুরো বা ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস কোথায় আছেন এ বিষয়ে ভেনেজুয়েলা সরকার এখনও জানেনা বলেও নিশ্চিত করেন তিনি।
ডেলসি রদ্রিগেজ বলেন, ‘সরকার তাদের উভয়েরই "তাৎক্ষণিক জীবিত থাকার প্রমাণ" দাবি করেছে।’
এদিকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত এবং আহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো।
শহরের একাধিক স্থানে চালানো এ হামলায় বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। ভ্লাদিমির পাদ্রিনো জানান, বিদেশি সেনাবাহিনীর উপস্থিতি ভেনেজুয়েলা "প্রতিরোধ" করবে।
গভীর রাতে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এটি এখনও ভেনেজুয়েলা সরকার নিশ্চিত করতে পারেনি বলেও জানান তিনি।





