উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ডোনাল্ড ট্রাম্পের সম্পদ কমেছে ৯০ কোটি ডলার

হোয়াইট হাউজের দৌড়ে কামালা হ্যারিসের প্রবেশের পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোট সম্পদ কমে গেছে ৯০ কোটি ডলার।

২১ জুলাই কামালা হ্যারিসের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণার পর ট্রাম্প মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথের শেয়ারের দর কমেছে।

সেসময় থেকে এখন পর্যন্ত ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের শেয়ারের দর ২৩ শতাংশ পর্যন্ত কমে গেছে। ১৯ জুলাই পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথের বাজারমূল্য ছিলো ৪০০ কোটি ডলার। বর্তমানে যা নেমেছে ৩১০ কোটি ডলারে।