উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রে বেরিলের আঘাতে বিদ্যুৎবিচ্ছিন্ন কয়েক লাখ মানুষ

হারিকেন বেরিলের আঘাতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন কয়েক লাখ মানুষ।

এরমধ্যে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে টেক্সাসে। বিদ্যুৎ না থাকায় তেল আর গ্যাসের জন্য বাসিন্দাদের অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। এখন ঝড় অগ্রসর হচ্ছে উত্তরদিকে।

বিভিন্ন অঙ্গরাজ্যে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। হিউস্টনে ঘরবাড়ি, রাস্তাঘাট, যানবাহন চলে গেছে পানির নিচে। ক্যাটাগরি এক হারিকেন বেরিল সোমবার আঘাত হানে টেক্সাসে।

এর আগে মেক্সিকো আর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হানে ক্যাটাগরি ফাইভের হারিকেন বেরিল।

এসএস