রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ওই বিল পাসের জন্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোট হয়। মোট ভোট পড়ে ৪২৩ টি। যার মধ্যে ২১০ জন ডেমোক্রেট ও ১০১ জন রিপাবলিকান এই বিলের পক্ষে ভোট দেন। আর বিপক্ষে ভোট দিয়েছেন ১১২ জন রিপাবলিকান।
পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে বিলটি পাস হওয়ার পর তা পাঠানো হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে। বাইডেন সাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হবে।
এই বিলে ইউক্রেনের জন্য ৬০.৮৪ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। ইসলাইলের জন্য আছে ২৬ বিলিয়ন ডলার। যারমধ্যে আছে গাজার জন্য ৯.১ বিলিয়ন ডলার মানবিক সহায়তা। তাইওয়ানসহ প্রশান্ত মহাসাগরীয় এলাকার জন্য সহায়তা দেওয়া হবে ৮.১২ বিলিয়ন ডলার।
বিলটি পাস হওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স'য়ে পোস্ট দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, 'মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হওয়া এই বিল যুদ্ধ দীর্ঘায়িত হওয়া থেকে আমাদের রক্ষা করবে, হাজারো জীবন বাঁচাবে এবং আমাদের দুই দেশকে শক্তিশালী হতে সাহায্য করবে।'
রাশিয়ার সঙ্গে লড়াইয়ে ইউক্রেনকে সমর্থনের মাধ্যমে ইতিহাসকে সঠিক পথে পরিচালিত করায় মার্কিন আইনপ্রণেতাদের ধন্যবাদ জানান জেলেনস্কি।