উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ভোটের আগেই আলোচনার কেন্দ্রে বাইডেন

স্মৃতিশক্তি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পর এবার আরও ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। কড়া নিরাপত্তায় উইলমিংটনে স্ত্রীকে সঙ্গে নিয়ে করেছেন কেনাকাটা, সারেন মধ্যাহ্নভোজ।

জীবনের ৮১টি বসন্ত পার করে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চোখেমুখে বয়সের ছাপটাও বোঝা যায় বেশ। চলার সময় বিভিন্ন অনুষ্ঠানে হোঁচট খেয়ে পড়ে গিয়ে মাঝেমধ্যেই খবরের শিরোনামও হয়েছেন এই ডেমোক্র্যাট নেতা।

দেশটির অতি গোপনীয় নথি রক্ষণাবেক্ষণ নিয়ে সম্প্রতি তদন্তের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যেখানে বলা হয় রাষ্ট্রীয় গোপন নথি ঠিকমতো সামাল দিতে পারছেন তো বাইডেন? এই ঘটনার পরপরই দ্রুত সংবাদ সম্মেলন করেন, নিজেকে স্বাভাবিক দাবি করে তদন্তের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানান তিনি।

এদিকে সমালোচকদের বুড়ো আঙ্গুল দেখিয়ে নতুনরূপে ধরা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এক ভিডিও ফুটেজে দেখা যায় উইলমিংটনে স্ত্রীকে সঙ্গে নিয়ে ফুরফুরে মেজাজে ঘুরছেন বাইডেন। প্রেসিডেন্টের পরনে ছিল নীল সোয়েটার ও চোখে কালো চশমা। শপিংমলে কেনাকাটার পাশাপাশি সঙ্গীকে নিয়ে ডিনারও করেন তিনি। এরপর একটি গির্জায় অনুষ্ঠানে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট।

চলতি বছর নভেম্বরে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ভোটের আগেই নিজের বয়স নিয়ে ভোটারদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন জো বাইডেন।

এসএস