উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস

শক্তিশালী শীতকালীন ঝড়ের আঘাতে নাকাল যুক্তরাষ্ট্রের প্রায় ১৫ কোটি মানুষ। নিউইয়র্ক ও আরকানসাসে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বাতিল হয়েছে ২ হাজারের বেশি ফ্লাইট।

শ্বেতশুভ্র তুষারে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল। এরসাথে যোগ হয়েছে ঘণ্টায় ৬৫ থেকে ৯৫ কিলোমিটার গতিবেগের তুষারঝড়। আর্কটিক বাতাসের ঘূর্ণিতে সৃষ্ট বোম্ব সাইক্লোনে কাবু যুক্তরাষ্ট্রের প্রায় ১৫ কোটি মানুষ।

শুক্রবার (১২ জানুয়ারি) মেরু অঞ্চল থেকে ধেয়ে আসা শীতকালীন ঝড় আঘাত হানে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে নিউইয়র্ক ও আরকানসাস অঙ্গরাজ্যে।

টেক্সাস, আরকানসাস, নর্থ মিসৌরিতে তাপমাত্রা নেমেছে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে। তবে তাপমাত্রা আরও কমে মাইনাস ৫০ ডিগ্রিতে নেমে যাবার শঙ্কা মার্কিন আবহাওয়া বিভাগের।

তুষারঝড়ে সবচেয়ে বেশি দুর্ভোগে আইওয়া অঙ্গরাজ্যবাসী। সোমবার (১৫ জানুয়ারি) আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাইয়ে রিপাবলিকান দলের প্রথম প্রাইমারির ভোট হতে যাচ্ছে অঙ্গরাজ্যটিতে।

মাইনাস ৪২ ডিগ্রি সেলসিয়াসে ইতোমধ্যেই প্রচারণা স্থগিত করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বাকি প্রার্থীরা। তাই রাজনীতির হিসেব কষার বদলে এখন তুষার পরিস্কারেই ব্যস্ত অঙ্গরাজ্যটির বাসিন্দারা।

স্থানীয় একজন বলেন, শুক্রবার আমি গানের অনুশীলনে ছিলাম। রাতে তুষারের কোনো চিহ্ন ছিল না। কিন্তু সকালে ওঠার পর এত তুষার দেখে বিস্মিত হয়ে গিয়েছি। জানুয়ারি, ফেব্রুয়ারিতে আমাদের অঙ্গরাজ্যে শীত থাকে। এমন আবহাওয়াই সাধারণত এ সময় দেখা যায়।

শীতকালীন ঝড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন প্রায় ৪ লাখ বাড়িঘর। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আগামী কয়েকদিন বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হবে না বলে শঙ্কা বিতরণ সংস্থাগুলোর। শুধু সড়ক ও নৌপথেই না, বোম্ব সাইক্লোনের কারণে যুক্তরাষ্ট্রে বাতিল করা হয়েছে ২ হাজারের বেশি ফ্লাইট। আরও প্রায় ৬ হাজার ফ্লাইট বিলম্বিত।

এদিকে চলতি সপ্তাহেই আরেকটি শীতকালীন ঝড়ের আভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর
বাইডেন প্রশাসনের সঙ্গে ট্রাম্পের ট্রানজিশন টিমের সমঝোতা স্মারকে সই

দক্ষিণ কোরিয়ায় স্মরণকালের ভয়াবহ তুষারপাত

থ্যাঙ্কসগিভিং ডে ঘিরে যুক্তরাষ্ট্রে বেড়েছে ভ্রমণপিপাসুদের আনাগোনা

ঘুষ কেলেঙ্কারিতে অনিশ্চয়তায় আদানির শত-কোটি ডলারের বিদেশি বিনিয়োগ

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের কয়েকটি দেশ

ইসরাইলে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা হিজবুল্লাহর

ঘুষ কেলেঙ্কারিতে যুক্তরাষ্ট্রের পর বিভিন্ন দেশে ঝড়ের মুখে আদানি গ্রুপ

তীব্র তুষারপাতের কবলে নিউ জার্সি ও পেনসিলভেনিয়া

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া-জাপানের যৌথ মহড়ায় চাপে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক অপরাধ আদালত ইহুদি বিদ্বেষী: বেনইয়ামিন নেতানিয়াহু

সাইক্লোন বোম্বের আঘাতে ওয়াশিংটনে দু'জনের মৃত্যু

অভিযোগ দায়েরের পর আদানি গ্রুপের শেয়ার দর কমেছে