ইসরাইলি বাহিনীর হাতে আটক ফ্রিডম ফ্লোটিলার ৮ জাহাজ

আটক ফ্রিডম ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা
আটক ফ্রিডম ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা | ছবি: আল জাজিরা
1

গাজার তীরে পৌঁছানোর আগেই ইসরাইলি জলদস্যুদের হাতে আটক হয় ফ্রিডম ফ্লোটিলার আটটি জাহাজ। সুইডিশ পরিবেশবিদ গ্রেটা থুনবার্গসহ আটক করা হয়েছে মানবাধিকার কর্মীদের। তাদের ইসরাইলি বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানায় তেল আবিব। এ ঘটনায় বিক্ষোভ হয়েছে-ইতালি, তুরস্ক, তিউনিশিয়া, গ্রিসসহ বিশ্বে দেশে দেশে। নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি দেশ।

বিশ্ববাসী যখন অধীর আগ্রহে অপেক্ষা করছিলো ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র নৌবহর ত্রাণ নিয়ে গাজা উপত্যকায় পৌঁছাবে, ঠিক সেই সময়ে আসে দুঃসংবাদ। ভূমধ্যসাগরের গাজা উপকূল থেকে ইসরাইলি বাহিনী জব্দ করে বেশ কয়েকটি নৌযান। শুরুতে বহরের একদম সামনে থাকা আলমা জাহাজ আটকে দেয় ইসরাইলি বাহিনী। জাহাজে থাকা মানবাধিকার কর্মীদের আটক করে তারা। যেখানে ছিলেন এ বহরের নেতৃত্বদানকারী সুইডিশ পরিবেশবিদ গ্রেটা থুনবার্গও।

এরপর একে একে ফ্রিডম ফ্লোটিলার আরও কয়েকটি নৌযান আটকের খবর আসে। এদের ইসরাইলি বন্দরের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। যদিও ইসরাইলের এ কর্মকাণ্ডকে আটক না বলে সরাসরি অপহরণ বলছেন অনেকে।

আরও পড়ুন:

তবে হামলার আশঙ্কা মাথায় নিয়েই এখনও গাজা উপকূলের দিকে ত্রাণ নিয়ে এগিয়ে যাচ্ছে বহরের অন্য নৌযানগুলো। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়, মেটিক ও ইয়াকট নামে দুটি জাহাজ গাজার দিকে তাদের যাত্রা অব্যাহত রেখেছে। ফ্লোটিলার নৌবহরে থাকা বাংলাদেশের আলোকচিত্রি শহিদুল ইসলামের নৌযানটিও এগিয়ে যাচ্ছে গাজার দিকে।

ইসরাইলের এ কর্মকাণ্ডে ক্ষোভে ফুঁসছে বিশ্ববাসী। এরইমধ্যে ইতালি, তুরস্ক, গ্রিস, তিউনিশিয়াতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। তুরস্কে ইসরাইলি দূতাবাস ঘেরাও করে বিক্ষোভকারীরা। শিগগিরই আটক মানবাধিকার কর্মীদের ছেড়ে দেয়ার দাবি তাদের।

এছাড়াও এ ঘটনায় নিন্দা জানিয়েছে মালয়েশিয়া, তুরস্ক, ভেনেজুয়েলা ও কলম্বোর সরকারপ্রধান।

ফ্রিডম ফ্লোটিলার এই নৌবহরে ৪৪টি নৌযান রয়েছে। যেখানে ৫৭টি দেশের প্রায় ৫০০ আ কর্মী রয়েছে। গোটা বিশ্ব যখন নীরব তখন নিশ্চিত বিপদ জেনেও গাজার ফিলিস্তিনিদের মুখে খাবার তুলে দিতে সাহসী পদক্ষেপ নেন তারা।

এসএস