তাদের আলোচনায় উঠে আসে সিরিয়ার অর্থনীতি ও দেশটির স্থিতিশীলতার বিষয়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়। সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী তুরস্ক।
এ সময় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে সিরিয়া ভ্রমণে আমন্ত্রণ জানান দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সিরিয়াসহ বৃহত্তর এই অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি ফেরাতে তুরস্কের সহায়তা চেয়েছেন তিনি।
এছাড়া কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন দুই নেতা। আসাদ সরকারের পতনের দুই মাসের মাথায় দেশটির দায়িত্ব নেন বিদ্রোহী গোষ্ঠীর নেতা আহমেদ আল শারা।