গতকাল (মঙ্গলবার, ৭জানুয়ারি) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট অবতরণের মধ্য দিয়ে দেশটিতে আবারও শুরু হয় বাণিজ্যিক বিমান চলাচল। এদিন কাতার থেকে আগত সিরীয়দের বিমানবন্দরে স্বাগত জানান তাদের স্বজন ও বন্ধু-বান্ধব।
এসময় বিমানবন্দরে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর দেশে ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেন অনেকে।
এদিকে, দামেস্ক বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক করতে কাতার সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান আসাদ আল সুলেইবি।
ইসরাইলি বিমান হামলায় বিমানবন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে দ্রুতই এসব সংস্কার করে বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা হবে বলেও জানান তিনি।