বিদ্রোহীদের প্রতিহত করতে সড়ক যোগাযোগ ব্যবস্থা ও বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। তিন দিন ধরে চলা এই আগ্রাসী অভিযানে রুশ বিমান হামলায় নিহত ৪ শতাধিক বিদ্রোহী।
বাশার আল আসাদ সরকারকে শিগগিরই সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়া।
আরেক বিদ্রোহী গোষ্ঠী জাইশ আল ইজ্জারের কমান্ডার জানিয়েছেন, তুরস্কের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই শুরু করা হয় এই অভিযান।
এদিকে সিরিয়াকে অস্থিতিশীল করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দশকব্যাপী সিরিয়ান গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছেন ৩ লাখের বেশি বেসামরিক নাগরিক।