গাজার খান ইউনিসে ৪০ ফিলিস্তিনি নিহত

, মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

গাজায় অব্যাহত ইসরাইলি আগ্রাসনে দক্ষিণাঞ্চলের খান ইউনিসে নতুন করে ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলের সেনাবাহিনী বলছে, সশস্ত্র গোষ্ঠী হামাসের ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে এই হামলা। এর আগে হামলা হয়েছে খান ইউনিসের কাছে আল মাওয়াসি এলাকায়।

গাজার অধিকাংশ মানুষ দক্ষিণাঞ্চলের আল মাওয়াসি এলাকায় আশ্রয় নেয়ায় এই অঞ্চলে হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। বিশ্লেষকরা বলছেন, রাফাহ, আল মাওয়াসি কিংবা খান ইউনিস, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেয়া কোন স্থানই আর নিরাপদ নেই।

আল মাওয়াসি এলাকা রাফাহ আর খান ইউনিসে ইসরাইলি বাহিনীর সেনা অভিযানের সময় সবচেয়ে নিরাপদ বলে বিবেচনা করা হয়েছিলো।

এএইচ

BREAKING
NEWS
3