মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

খাদ্য সংকটে গাজার অন্তত ৯৬ শতাংশ বাসিন্দা

পুষ্টিহীনতাজনিত রোগে আক্রান্ত হতে পারে ৫ লক্ষ ফিলিস্তিনি

যুদ্ধ বিধ্বস্ত গাজায় ক্ষুধার সাথে লড়াই করছে অন্তত ৯৬ শতাংশ বাসিন্দা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে পুষ্টিহীনতাজনিত রোগে আক্রান্ত হতে পারে অন্তত ৫ লাখ ফিলিস্তিনি।

এছাড়া স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় অন্তত ১৪ হাজার বাসিন্দাকে গাজা থেকে অন্যত্র সরিয়ে নেয়ার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গেল নয় মাস ধরে চলমান সংঘাতে গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়েছে।

স্বাস্থ্যকর্মী, জরুরী ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জামের তীব সংকট হাসপাতালগুলোতে। এমন পরিস্থিতিতে সংকটাপন্ন রোগীদের অন্যত্র সরিয়ে নিতে না পারলে তাদের বাঁচানো সম্ভব হবে না বলে সতর্ক করছেন চিকিৎসকরা।