মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

গাজার খান ইউনিসে ইসরাইলের বিমান হামলা, ৭০ জনের প্রাণহানি

গাজা উপত্যকার খান ইউনিসের নিরাপদ ঘোষিত এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিতে না দিতে সেখানে বিমান হামলা চালালো ইসরাইল।

সোমবারের হামলায় ৭০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা। এতে ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রাণহানি ৩৯ হাজার ছাড়িয়েছে। আহত ৮৯ হাজার ৮শ'র বেশি। বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ১৯ লাখ গাজাবাসী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহতদের মধ্যে ১৬ হাজার ১৭২জনই শিশু। এছাড়া সেভ দ্য চিলড্রেন বলছে, ১০ মাস ধরে চলমান ইসরাইলি আগ্রাসনে অন্তত ২১ হাজার শিশু নিখোঁজ হয়েছে।

একই সময় ইসরাইলি বাহিনী কমপক্ষে ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। অধিকৃত পশ্চিমতীরেও হামলার মাত্রা বাড়িয়েছে ইসরাইল।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর