যুদ্ধ , মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

হামাস যুদ্ধে ইসরাইলকে বোমা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র

৭ অক্টোবর থেকে হামাসের সঙ্গে শুরু হওয়া যুদ্ধে ইসরাইলকে ১০ হাজারের বেশি ২ হাজার পাউন্ডের বোমা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। আর এই সময়ে তেল আবিবকে দেয়া পেন্টাগনের নিরাপত্তা সহায়তার পরিমাণ ৬৫০ কোটি ডলার।

শুক্রবার (২৮ জুন) দুই মার্কিন কর্মকর্তার বরাতে এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। যেখানে উল্লেখ করা হয়, ২ হাজার পাউন্ডের বোমা ছাড়াও তালিকায় ছিল ৫০০ পাউন্ডের বোমা, এয়ার টু গাইড মিসাইল, স্মল ডায়ামিটার বোমা ও বাঙ্কার বিধ্বংসী বোমা।

গাজা সিটিতে তীব্র স্থল অভিযান চালাচ্ছে আইডিএফ। চলমান অভিযানে বৃহস্পতিবার থেকে বাস্তুচ্যুত হয়েছেন ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি। এদিকে ভূমধ্যসাগরে উঁচু ঢেউয়ের কারণে তৃতীয়বারের মতো গাজা উপকূল থেকে ভাসমান অস্থায়ী জেটি সরিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র।