জাতিসংঘের তথ্য থেকে জানা যায় আফগানিস্তানের এই শরণার্থীদের মধ্যে বেশিরভাগই ইরান আর পাকিস্তানে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে, ২০২৩ ও ২০২৪ সালে বিশ্বে সর্বোচ্চ সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এরমধ্যে সারাবিশ্বে ১ কোটির বেশি আফগানি বাস্তুচ্যুত হয়েছেন। ২০২৩ সালেই আফগান শরণার্থীর সংখ্যা ৬৪ লাখ বেড়েছে।
আফগানিস্তানের অর্ধেক জনগোষ্ঠীই এখনও খাদ্য অনিশ্চয়তায় ভুগছে। তালেবান ক্ষমতা গ্রহণের পর দেশের মধ্যেই বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ।
২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা ৪ কোটির ওপরে।