এতে এখন পর্যন্ত প্রাণহানি ৩৬ হাজার ৮০০ এবং আহত ৮৩ হাজার ৬০০ ছাড়িয়েছে। এরমধ্যেই ইসরাইলের দাবি, গতকাল (শনিবার, ৮ জুন) গাজার মধ্যাঞ্চলে অভিযান চালিয়ে চার জিম্মিকে উদ্ধার করা হয়েছে। তাদের গত ৭ অক্টোবর একটি গানের অনুষ্ঠান থেকে ধরে গাজায় নিয়ে এসেছিল হামাসের যোদ্ধারা।
এদিকে ইসরাইলের এমন বর্বর হামলা প্রতিবাদে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি অধিবেশনের আহ্বান জানিয়েছে ফিলিস্তিন।
এছাড়া হামাস প্রধান ঈসমাইল হানিয়া সাফ বলে দিয়েছেন, ইসরাইল তাদের কোনো ইচ্ছা হামাসের ওপর চাপিয়ে দিতে পারবে না। সেই সঙ্গে ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না এমন কোনো চুক্তিও মানবে না তারা।