অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানাতে জড়ো হন ইব্রাহিম রাইসির জন্মভূমির মানুষ। ইরানের দ্বিতীয় বৃহত্তম এই শহরের রাস্তায় এবং মাজারের চারপাশজুড়ে রাইসির বড় বড় ছবি, কালো পতাকা এবং শিয়াদের নানা প্রতীকও টানানো হয়েছে।
এর আগে মঙ্গল ও বুধবার রাজধানী তেহরান, তাবরিজ ও কওম শহরে ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীসহ নিহত সব সফরসঙ্গীর জানাজা হয়। হেলিকপ্টারে বিধ্বস্ত হয়ে গত ১৯ মে প্রাণ হারান প্রেসিডেন্ট রাইসিসহ ৯জন।