ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে আজ (বৃহস্পতিবার, ২৩ মে) তার নিজ শহর মাশহাদে দাফন করা হবে। তাই বর্ষীয়ান এই নেতাকে চিরবিদায় বেলা ইমাম রেজার মাজারে অবস্থিত কবরস্থান এলাকার আশাপাশে ঢল নামে লাখ লাখ মানুষের।