গত ২৪ ঘণ্টায় অঝোর ধারায় বৃষ্টিতে মরুর দেশ সৌদি আরবে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। পানি জমে রাস্তাঘাট পরিণত হয় জলাধারে। অনেক জায়গায় রাস্তায় চলাচল করা গাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় স্থবিরতা নেমে আসে সড়ক যোগাযোগ ব্যবস্থায়। এমনকি বিভিন্ন অঞ্চলের বাড়ি-ঘর ও দোকানপাটে ঢুকে পড়েছে বৃষ্টির পানি। ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন সাধারণ মানুষ।
দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্য বলছে, এদিন সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মদিনায়। তাই মদিনার জন্য জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা। এছাড়া আরও বজ্রসহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। এমনকি মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করেছে।
বৃষ্টির সময় উপত্যকা এবং জলধারাগুলো থেকে দূরে থাকার আহ্বানও জানিয়েছে কর্তৃপক্ষ। কৃষিপণ্য পরিবহনের রাস্তাগুলো দিয়ে চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এছাড়া শুক্রবার (৩ মে) পর্যন্ত মাঝারি থেকে ভারী ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা থাকায় মক্কা-মদিনা ও জেদ্দাসহ অনেক অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের পরীক্ষা পরবর্তী নির্দেশ না ওদেয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ইতোমধ্যে অনেক এলাকায় জমে থাকা বৃষ্টির পানি নেমে গেছে বলে জানা গেছে। মানুষের ভোগান্তি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা।