সরাসরি নিজেদের ভূখণ্ড থেকে ইসরাইলকে লক্ষ্য করে ইরানের নজিরবিহীন হামলায় তোলপাড় বিশ্ব। ইসরাইলকে সহযোগিতা না করতে মিত্র দেশগুলোকেও সতর্ক করেছে তেহরান।
ইরানের ছোঁড়া ৩০০ এর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ৯৯ শতাংশ মিত্রদের সাহায্যে আকাশেই ধ্বংসের দাবি করেছে ইসরাইল। ইরানকে ঠেকাতে জি-সেভেন জোটের সাহায্য চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
হামলা বন্ধ করে ইরান ও ইসরাইলকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব, চীন ও জাতিসংঘ। রোববার ভোররাতে জেরুজালেমের আকাশে একের পর এক বিস্ফোরণে চমকে যায় ইসরাইল ও মিত্র দেশগুলো।
ইরানের হামলার ঘটনায় ফোনে কথা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ইসরাইলের প্রধানমন্ত্রীর। হামলার জেরে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর খুলে গেছে আঞ্চলিক আকাশসীমা, শুরু হয়েছে বিমান চলাচল।