মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

সুয়েজ খালে বাণিজ্য অর্ধেকে নেমেছে

সুয়েজে হুতি আর পানামা খালে খরার প্রভাব

সুয়েজ খাল ও পানামা খাল দিয়ে চলতি বছরের প্রথম দুই মাসে আশঙ্কাজনকহারে কমেছে বাণিজ্য।

লোহিত সাগরে হুতিদের হামলা আর পানামা খালে খরার কারণে সুয়েজ খাল ও পানামা খাল দিয়ে বছর ব্যবধানে ৫০ শতাংশ ও ৩২ শতাংশ পর্যন্ত কমেছে বাণিজ্য।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে, একই সময়ে আফ্রিকা মহাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাণিজ্যিক রুট কেপ অব গুড হোপ দিয়ে বছর ব্যবধানে ৭৪ শতাংশ বেড়েছে বাণিজ্য।

সুয়েজ খাল দিয়ে বিশ্ব বাণিজ্যের ১৫ শতাংশ আর পানামা খাল দিয়ে ৫ শতাংশ সামুদ্রিক বাণিজ্য হয়।