মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

রমজান ঘিরে সৌদি আরবে বাড়েনি নিত্যপণ্যের দাম

রমজান ঘিরে সৌদি আরবে বাড়েনি নিত্যপণ্যের দাম। পবিত্র এ মাসে মানুষকে সেবা দিতে ব্যাপক মূল্যছাড় দেন ব্যবসায়ীরা। এই সুযোগে সুপার মার্কেট থেকে শুরু করে কাঁচাবাজার সব জায়গায় ক্রেতাদের বেশ ভিড়।

সৌদি নাগরিক ও অভিবাসীদের রমজানের পবিত্রতা রক্ষা করার আহবান জানিয়েছেন দেশটির বাদশা সালমান বিন আবদুল আজিজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। পাশাপাশি রোজায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেন না বাড়ে সেদিকে খেয়াল রাখতে বলেছেন। কারণ ছাড়া পণ্যের দাম বাড়ালে আছে জরিমানা করার ব্যবস্থা।

প্রবাসী বাংলাদেশিরা বলেন, ‘তারা চেষ্টা করেন দ্রব্যমূল্য স্থীতিশীল থাকে যেন। রমজান হিসেবে দাম বাড়েনি এখানে। বরং বিভিন্ন মার্কেটে ছাড় দিয়েছে।'

সৌদি আরবে রমজান মাসে নিত্যপণ্যের দাম ক্রেতা সাধারণের ক্রয়ের মধ্যে রাখতে প্রতিযোগিতায় নামেন ব্যবসায়ীরা। বিশাল মূল্যছাড় দিয়ে বিক্রি করা হচ্ছে সব ধরনের পণ্য। সুপার মার্কেটগুলোয় প্রতিটি পণ্যে ২ থেকে ৩ রিয়াল করে মূল্যছাড় দেয়া হয়েছে।

কাচাবাজারেও সরকারি নিয়ম মেনে বিক্রি করা হচ্ছে সব ধরনের শাক-সবজি ও মাছ-মাংস। চাল, ডাল, তেল, লবণসহ সবকিছুর দামই আছে ক্রেতাদের নাগালের মধ্যে।

আম, আনারস, আপেল, কমলা, মাল্টা, তরমুজ, কলাসহ বিভিন্ন ফলের দাম রোজায় আরও কমেছে। কঠোরভাবে সরকার বাজার মনিটরিং করছে। সরকারের এমন পদক্ষেপে খুশি প্রবাসী বাংলাদেশিরাও।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর