মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

গাজায় ৬৫ হাজার টনের বেশি বোমা নিক্ষেপ

বিধ্বংসী বোমা নিক্ষেপ এবং স্থল অভিযান চালিয়ে গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরাইল। স্বজনহারা শোকের মধ্যে জ্বালানি, খাবার, সুপেয় পানি, চিকিৎসা ও ওষুধ সংকট কষ্টের মাত্রা আরও বাড়িয়েছে।

এছাড়া জীবনযুদ্ধে হাবুডুবু খাচ্ছেন ২০ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। তবুও হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী।

গাজার মিডিয়া কার্যালয়ের তথ্য বলছে, ৩২০ বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট ভূখণ্ডটিতে তিন মাসে ৪৫ হাজারের বেশি ক্ষেপণাস্ত্র ও বোমাবর্ষণ করেছে ইসরাইল। আঘাত হানা এসব বিস্ফোরকের ওজন ৬৫ হাজার টন ছাড়িয়ে গেছে। যা জাপানের হিরোশিমাকে ধ্বংসকারী মার্কিন পরমাণু বোমার চেয়েও তিনগুণ বেশি শক্তিশালী।

আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অন্তত ৯ ধরনের বোমা নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করছে হামাস। এর মধ্যে কয়েকটির ওজন ৯০৭ কেজির বেশি। আর এসব বোমায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি বলছে গাজায় গণহত্যা চালানোর উদ্দেশ্যে এমন বোমাবর্ষণ, যা আন্তর্জাতিক আইন ও অনেক চুক্তির পরিপন্থি।

এদিকে গাজায় ইসরাইলের গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালত- আইসিজেতে করা দক্ষিণ আফ্রিকার মামলার বিচারকাজ শুরু হয়েছে। আগামী ১১ জানুয়ারি নিজেদের যুক্তি উপস্থাপন করবে দক্ষিণ আফ্রিকা, পরদিন শুনানিতে অংশ নেবে ইসরাইল।


এই সম্পর্কিত অন্যান্য খবর