মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ মারা গেছেন

শাহনুর শাকিব

মধ্যপ্রাচ্যের অন্যতম উদার রাষ্ট্র কুয়েতের আমির শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ মারা গেছেন। শনিবার (১৬ ডিসেম্বর) কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর। আমির শেখ নাওয়াফ গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত মাসে তাকে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই মারা যান এ আমির।

এর  আগে ২০২১ সালের মার্চে যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও অসুস্থতার কারণ জানানো হয়নি তখন।

বিগত কয়েক দশক কুয়েতের সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। কুয়েতের আমিরের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে তার নাম ঘোষণা করা হয় ২০০৬ সালে। কুয়েতের সাবেক আমির তার সৎ ভাই শেখ সাবাহ আল–আহমদ আল–জাবের আল–সাবাহর মৃত্যুর পর ২০২০ সালে কুয়েতের আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেখ নাওয়াফ।

এর আগে নব্বয়ের দশকে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন শেখ নাওয়াফ। তৎকালীন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েতে হামলা চালানোর সময় এ দায়িত্ব পালন করেছেন তিনি।

এসএস

আরও পড়ুন: