যুদ্ধ বন্ধ না করলে রাশিয়াকে মাশুল গুণতে হবে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুমকি

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ | ছবি: এএফপি
0

যুদ্ধ বন্ধ না করলে রাশিয়াকে মাশুল গুণতে হবে বলে হুমকি দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হলেন পিট হেগসেথ। ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের জরুরি বৈঠক শেষে ব্রাসেলসে বসে এ কড়া বার্তা দেন তিনি। এছাড়া রুশ হুমকি থেকে ইউরোপকে রক্ষায় ড্রোনের প্রাচীর গড়তে ইইউকে নিয়ে একসঙ্গে কাজ চলছে বলে জানিয়েছেন ন্যাটো প্রধান মার্ক রুট। এর জন্য ড্রোন উৎপাদনে ইউক্রেনের সহায়তা নেবে তারা।

ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে বাড়ছে ন্যাটো-রাশিয়া উত্তেজনার পারদ। গত মাসে পোল্যান্ড, রোমানিয়া ও এস্তোনিয়ার আকাশে ড্রোন এবং যুদ্ধবিমান অনুপ্রবেশের পর মস্কোকে মোকাবিলায় উঠেপড়ে লেগেছে পশ্চিমারা।

এরই অংশ হিসেবে বুধবার ব্রাসেলসে জরুরি বৈঠকও করলো ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা। ইউরোপ যে রাশিয়ার হামলায় আক্রান্ত হওয়ার আশঙ্কায় রয়েছে; সেই বিষয়টি এই বৈঠক থেকে অনেকটাই স্পষ্ট হয়। কারণ রাশিয়ার হাত থেকে ইউরোপের পূর্ব প্রান্ত রক্ষায়- ড্রোনের প্রাচীর গড়তে একযোগে এগুনোর বিষয় নিশ্চিত করেছে ইইউ ও ন্যাটো।

ন্যাটোর মহাসচিব মার্ক রুট বলেন, ‘ইইউ এবং ন্যাটো একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। আমরা উভয়ই আমাদের শক্তি সম্পর্কে জানি। ন্যাটোর শক্তি সক্ষমতা এবং সামরিক সিদ্ধান্তের বিষয়ে নতুন করে কিছু বলার নেই। যখন ড্রোন-বিরোধী প্রযুক্তির কথা আসে, তখন আমরা বলবো যা থাকা দরকার তা আমাদের কাছে আছে।’

রাশিয়াকে মোকাবিলায় ড্রোন উৎপাদনে নিজস্ব উদ্ভাবনকে ত্বরান্বিত করা ছাড়াও ইউক্রেনের সহযোগিতা নেয়া হবে বলে জানিয়েছেন ন্যাটো প্রধান। এছাড়া যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে ইউক্রেনের প্রতি সমর্থন আরও বাড়ানো হবে বলেও বার্তা দিয়েছেন তিনি।

মার্ক রুট বলেন, ‘আমরা আমাদের এক বিলিয়ন মানুষকে নিরাপদ রাখতে এবং আমাদের ভূখণ্ড সুরক্ষিত রাখতে যা যা করা দরকার তা করতে প্রস্তুত এবং ইচ্ছুক। সব মন্ত্রীরাই প্রতিরক্ষায় বিনিয়োগ বাড়ানো বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বাড়ানো ছাড়াও ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন বৃদ্ধি করছি।’

আরও পড়ুন:

জোটের সিদ্ধান্ত জোরালোভাবে এগিয়ে নিতে আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক উভয় ধরণের ড্রোন উৎপাদনে সাড়ে ১১ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করার ঘোষণা দিয়েছে জার্মানি।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্তোরিয়াস বলেন, ‘মার্ক রুট ড্রোন প্রতিরক্ষা জোরদারে একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। সাম্প্রতিক ঘটনাবলীর আলোকে, এটিকে আমরা স্বাগত জানিয়েছি। আমরা এখানে একটি দৃশ্যমান অবদান রাখবো। এটি নিশ্চতে আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক উভয় ধরণের ড্রোনে বিনিয়োগ করবে জার্মানি। আগামী বছর এই খাতে আমরা ১১.৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।’

ন্যাটো সদর দপ্তরে এই বৈঠক শেষে রাশিয়ার বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হলেন পিট হেগসেথও। হুমকি দিয়ে বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করলে তার মাশুল গুণতে হবে রাশিয়াকে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে এ যুদ্ধ শুরু হয়নি, তবে এটি তিনি ক্ষমতায় থাকতেই শেষ হবে। তাই আসুন আমরা এ মুহূর্তটিকে কাজে লাগাই। ইউক্রেনে দৃঢ়ভাবে শান্তি প্রতিষ্ঠা করি এবং শক্তি বাড়ানোর মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে বাধ্য করি।’

সেপ্টেম্বরে পোলিশ আকাশসীমায় রুশ ড্রেনের অনুপ্রবেশের ফলে স্পষ্ট হয়ে ওঠে যে ইইউ দেশগুলো বর্তমানে ড্রোনের ঝাঁক দ্বারা সৃষ্ট হুমকি মোকাবেলায় কতটা অপ্রস্তুত। আগে থেকে প্রস্তুতি না থাকায় মস্কোর ড্রোন হুমকি মোকাবিলা ন্যাটো ও ইইউর জন্য ব্যায়বহুল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এসএস