উদ্ধারের পর তাদের গ্রান ক্যানারিয়ার বন্দরে নিয়ে যাওয়া হয়। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রস জানিয়েছে, অভিবাসীদের মধ্যে এক নারীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
উত্তর-পশ্চিম আফ্রিকার আটলান্টিক উপকূলের স্প্যানিশ দ্বীপপুঞ্জ অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের সমস্যায় ভুগছে।
দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গেল বছর স্পেনে অবৈধ অভিবাসীদের ৭৩ শতাংশই এসেছে এই রুটে। আর চলতি বছরে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসী এসেছে সাত হাজারের বেশি।