চুক্তি অনুযায়ী, পরবর্তীতে মস্কোর সম্পদ জব্দ করে সেই অর্থ ফেরত দেবে কিয়েভ। এসময় ভিডিও লিংকে যুক্ত ছিলেন ইউক্রেনের অর্থমন্ত্রী সার্গেই মার্চেনকো।
এর আগে, শনিবার টেন ডাউনিং স্ট্রিটে নিজ বাসভবনে জেলেনস্কিকে উষ্ণ অভ্যর্থনা জানান স্টারমার। ইউক্রেনের প্রতি সমর্থন অক্ষুণ্ণ রাখায় ব্রিটেনের জনগণ ও প্রধানমন্ত্রী স্টারমারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলেনস্কি।
রোববার ইউরোপের নেতাদের সাথে বৈঠকে অংশ নিতে মূলত যুক্তরাজ্য সফরে এসেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এদিন, কিং চার্লসের সাথেও সাক্ষাতের পরিকল্পনা আছে তার।





