নিরাপত্তা নিশ্চিতে ইউক্রেনে সৈন্য পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য

ইউরোপ
বিদেশে এখন
0

নিরাপত্তা রক্ষায় ইউক্রেনে সৈন্য পাঠাতে প্রস্তুত আছে যুক্তরাজ্য। রোববার (১৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রামে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে সৌদি আরবে পুতিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

তবে সে বৈঠকে থাকবে না ইউক্রেন কিংবা ইউরোপের কোন প্রতিনিধি। এমন ঘোলাটে পরিস্থিতিতে আজ (সোমবার, ১৭ ফেব্রুয়ারি) ফ্রান্সের প্যারিসে জরুরি বৈঠক ডেকেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা।

এ পরিস্থিতিতে শান্তি চুক্তি অংশ হিসেবে প্রয়োজনে ইউক্রেন ভূ-খণ্ডে সেনা পাঠাতে প্রস্তুন বলে জানায় যুক্তরাজ্য।

ইএ