সুইডেনের একটি স্কুলে বন্দুক হামলায় ১১ জন নিহত

0

সুইডেনের মধ্যাঞ্চলীয় শহর ওরেব্রো'র একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারী থেকে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। একইসঙ্গে, বন্দুকধারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। যদিও এই হামলায় সন্ত্রাসবাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মধ্য দুপুরে সুইডেনের মধ্যাঞ্চলীয় শহর ওরেবরোয় হঠাৎই গুলির শব্দে ছড়িয়ে পড়ে উত্তেজনা। শহরটির একটি স্কুলের সামনে অতর্কিত গুলি চালাতে থাকেন এক অস্ত্রধারী। এসময় গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন। এক পর্যায়ে বন্দুকধারীর সঙ্গে পাল্টা গুলি বিনিময় হয় পুলিশের।

ঘটনার পর পুরো এলাকায় পুলিশ তল্লাশি অভিযান শুরু করে। ধারণা করা হচ্ছিলো, হামলাকারী পালিয়ে গেছেন। যদিও পরবর্তীতে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, নিহতদের মধ্যেই থাকতে পারে হামলাকারী। মরদেহগুলোর পরিচয় শনাক্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ওরেবরোর পুলিশ প্রধানের দাবি, হামলার সঙ্গে একজনই জড়িত ছিল। তাই আপাতত নতুন হামলার শঙ্কা নেই। এছাড়াও সন্ত্রাসবাদের সঙ্গে বন্দুক হামলার কোনো সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি।

সুইডেন ওব্রো পুলিশের প্রধান রবার্তো ইড ফরেস্ট বলেন, 'তার বিষয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ ছিল না। এমনকি কোনো চক্রের সঙ্গে সম্পৃক্ততার তথ্যও নেই। তিনি একাই হামলা চালিয়েছিলেন।'

হামলায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। অন্যদিকে বিচারমন্ত্রী জানান, পরিস্থিতির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে সরকার। হামলার পর রিবার্গসকা স্কুলের শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। স্কুলটিতে প্রাথমিক ও মাধ্যমিকের পাশাপাশি অভিবাসীদের জন্য কারিগরি কোর্স চালু থাকায় ঘটনাস্থলে প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীরাও ছিলেন।

সুইডেনে স্কুলে হামলা বিরল হলেও সাম্প্রতিক সময়ে এ ঘটনা দেখা যাচ্ছে। সবশেষ ২০১০ থেকে ২০২২ সালে দেশটির বেশ কয়েকটি স্কুলে বন্দুক হামলায় প্রাণ হারাণ ১০ জন।

এসএস