সুইডেনে কোরআন পোড়ানো সেই ইরাকি যুবককে গুলি করে হত্যা

ইউরোপ
বিদেশে এখন
0

সুইডেনে ২০২৩ সালে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন পুড়িয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন ইরাকি যুবক সালওয়ান মোমিকা। ওই যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। সুইডেনের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি, এনডিটিভিসহ অন্যান্য বিদেশি গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, কোরআন পোড়ানোর ঘটনায় সহিংস প্রতিবাদের সূত্রপাত করা সালওয়ান মোমিকা সুইডেনে গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ৩৮ বছর বয়সী এই যুবককে সুইডেনের স্টকহোমের সোদারতেলিয়ে এলাকার একটি অ্যাপার্টমেন্টে নিহত হন।

সুইডিশ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের পরই পাঁচ জনকে আটক করা হয়েছে। একজন প্রসিকিউটর তাদের আটকের নির্দেশ দিয়েছেন। তবে আটককৃতদের মধ্যে হামলাকারী আছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি তারা।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যে বলা হয়েছে, কোরআন পোড়ানোর বিচারের পর আদালতের রায় পাওয়ার কয়েক ঘণ্টা আগেই সালওয়ান মোমিকাকে হত্যা করা হলো।

জানা গেছে, স্টকহোমের একটি আদালত স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) 'জাতিগত বা জাতীয় গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনের অপরাধে' ফৌজদারি বিচারে মোমিকা এবং আরেক ব্যক্তিকে সাজা দেয়ার কথা ছিল। সবশেষ খবরে জানা গেছে, রায়ের ঘোষণা স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালে স্টকহোম কেন্দ্রীয় মসজিদের সামনে কোরআন শরিফের একটি কপি আগুনে পুড়িয়ে দেয়ার পর সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই ঘটনার আঁচ পড়ে মধ্যপ্রাচ্যেও। এরই সূত্র ধরে ইরাকে সুইডিশ দূতাবাসে হামলার ঘটনাও ঘটে। এ নিয়ে সুইডেনে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। এমনকি সুইডেন থেকে মোমিকাকে বহিষ্কারের খবরও ছড়িয়েছিল। এর সূত্র ধরে ডেনমার্ক আইন করে কোরআনসহ ধর্মীয় গ্রন্থ পোড়ানোকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা দেয়।

এসএস