চতুর্থবারের মতো পার্লামেন্টে আস্থা ভোটে হারলেন জার্মান চ্যান্সেলর

ইউরোপ
বিদেশে এখন
0

ইতিহাসে চতুর্থবারের মতো পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেছেন জার্মান চ্যান্সেলর। ২৩ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের লক্ষ্যে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন ওলাফ শলৎজ। জোট সরকারের আইনপ্রণেতাদের সঙ্গে দ্বন্দ্বে সরকার পরিচালনা কঠিন হয়ে উঠছিল শলৎজের জন্য। তাই আস্থা ভোটে হেরে যাওয়ায় হাফ ছেড়ে বাঁচলেন জার্মান চ্যান্সেলর। যদিও আসন্ন নির্বাচনে ক্ষমতাসীনদের সরকার গঠনের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা।

পার্লামেন্টে চলছে আস্থা ভোট, আর এতে হেরে যেতে চাইছেন সরকারপ্রধান। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই পরিস্থিতি ছিল জার্মানিতে। আর হয়েছেও তাই।

জার্মানির ইতিহাসে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত আস্থা ভোটে হেরে বসলেন চ্যান্সেলর ওলাফ শলৎজ। চতুর্থবারের মতো সরকারপ্রধানের হার এটি। বাজেট নিয়ে মতবিরোধের জেরে গেল মাসে জোট সরকারের অর্থমন্ত্রীকে বরখাস্ত করেন চ্যান্সেলর। সে সময় থেকেই শুরু হয় রাজনৈতিক টানাপড়েন। পার্লামেন্টে বিল পাসের ক্ষেত্রে বিরোধীদের পাশাপাশি জোট সরকারের আইনপ্রণেতাদের বাধার সম্মুখীনও হতে হয় ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিকে। তাই আস্থা ভোটের মাধ্যমে পার্লামেন্ট ভেঙ্গে দেয়া ছাড়া কোনো উপায় ছিল না শলৎজের সামনে।

ভোটগ্রহণের আগে জার্মান চ্যান্সেলর অভিযোগ করেন, অন্তর্ঘাতের মাধ্যমে কয়েক সপ্তাহ ধরে জোট সরকারকে অস্থিতিশীল করছিলো ফ্রি ডেমোক্র্যাট দলের আইনপ্রণেতারা। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য দেশের ক্ষতি করছিলেন তারা। তাই আগাম নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আস্থা ভোটই একমাত্র বিকল্প ছিল তার হাতে। সত্য জেনে জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচনের আহ্বানও জানান চ্যান্সেলর।

ওলাফ শলৎজ বলেন, 'সত্য উন্মোচিত হয়েছে। বিভিন্নভাবে দেশের ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। রাজনীতি কোনো খেলা নয়। সরকারে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে দলের বদলে দেশকে প্রাধান্য দিতে হয়। যা এতদিন উপেক্ষিত ছিল।'

তবে বিরোধী দলের নেতা বলছেন ভিন্ন কথা। ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের প্রধানের দাবি, জার্মানির অর্থনীতিকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে শলৎজের সরকার। জনগণের কাঁধে ঋণের বোঝা চাপানোয় জরুরি ছিল ক্ষমতাসীনদের পতন।

সিডিইউ প্রধান ফ্রেডরিক মার্জ বলেন, 'দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুইবার মন্দার মুখে পড়ে জার্মানি। প্রথমটি ২০১০ সালে। সেবার অন্তত ক্ষমতাসীনরা মন্দা কাটাতে বেশ কিছু নীতি প্রণয়ন করে। তবে এবার সেটিও করা হয়নি। নতুন প্রজন্মের কাঁধে ঋণের বোঝা চাপিয়ে পালাচ্ছে ক্ষমতাসীনরা।'

ইউক্রেনকে সহায়তা ও জার্মানির মেগা প্রজেক্টগুলোয় বিনিয়োগের লক্ষ্যে বাজেট প্রণয়ন করতে চাচ্ছিল ক্ষমতাসীন এসডিপি। যা আটকে দেন জোট সরকারের অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডার। জনগণের ওপর ঋণের বোঝা কমানোর পক্ষে ছিলেন তিনি।

আস্থা ভোটে হেরে যাওয়ায় পার্লামেন্ট ভেঙ্গে দিতে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন চ্যান্সেলর। যেখানে ২৩ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের দিন প্রস্তাব করেছেন ওলাফ শলৎজ। ধারণা করা হচ্ছে বড়দিনের ছুটি শেষে এ বিষয়ে সিদ্ধান্ত দিবেন প্রেসিডেন্ট। তবে জরিপ বলছে, জার্মানির ক্ষমতায় শলৎজের ফেরত আসার সম্ভাবনা নেই। উল্টোদিকে এগিয়ে থাকলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মতো জনসমর্থন নেই বিরোধী দল সিডিইউ'র। তাই আগাম নির্বাচনে আবারও জোট সরকার গঠন হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

এসএস

শিরোনাম
বিমসটেকের সাইডলাইনে ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠক
সীমান্তে হত্যা বন্ধ, শেখ হাসিনাকে দেশে ফেরানো ও তিস্তা চুক্তিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে, বৈঠকটি গঠনমূলক-ফলপ্রসূ হয়েছে: প্রেস সচিব
ভারত বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: ফেসবুক পোস্টে নরেন্দ্র মোদি
ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আশার আলো সঞ্চার করেছে, দু'দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে: মির্জা ফখরুল
বর্তমান সরকারের প্রধান লক্ষ্য দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় সংস্কার শেষেই একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে: বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস; সকল সদস্য দেশের মধ্যে সংযোগ বৃদ্ধি, পারস্পরিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা উন্নত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ
বিমসটেকের সাইডলাইনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
বিমসটেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী
বাংলাদেশের সব মানুষকে একফ্রেমে আবদ্ধ করার জন্যই স্বাধীনতা কনসার্ট, আগের সীমাবদ্ধতা এবার পূরণ করা হবে: বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু
নির্বাচন আসলে জোটের বিষয়ে সিদ্ধান্ত, এখনই মন্তব্য নয়: আমীর খসরু মাহমুদ চৌধুরী
সার্ভার চালু হওয়ায় ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু: কমলাপুর স্টেশন ম্যানেজার
ময়মনসিংহের চুরখাই বাজারে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত, আহত ৫
বিমসটেকের সাইডলাইনে ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠক
সীমান্তে হত্যা বন্ধ, শেখ হাসিনাকে দেশে ফেরানো ও তিস্তা চুক্তিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে, বৈঠকটি গঠনমূলক-ফলপ্রসূ হয়েছে: প্রেস সচিব
ভারত বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: ফেসবুক পোস্টে নরেন্দ্র মোদি
ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আশার আলো সঞ্চার করেছে, দু'দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে: মির্জা ফখরুল
বর্তমান সরকারের প্রধান লক্ষ্য দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় সংস্কার শেষেই একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে: বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস; সকল সদস্য দেশের মধ্যে সংযোগ বৃদ্ধি, পারস্পরিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা উন্নত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ
বিমসটেকের সাইডলাইনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
বিমসটেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী
বাংলাদেশের সব মানুষকে একফ্রেমে আবদ্ধ করার জন্যই স্বাধীনতা কনসার্ট, আগের সীমাবদ্ধতা এবার পূরণ করা হবে: বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু
নির্বাচন আসলে জোটের বিষয়ে সিদ্ধান্ত, এখনই মন্তব্য নয়: আমীর খসরু মাহমুদ চৌধুরী
সার্ভার চালু হওয়ায় ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু: কমলাপুর স্টেশন ম্যানেজার
ময়মনসিংহের চুরখাই বাজারে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত, আহত ৫