দেশটিতে পাশ হয়েছে নতুন আইন। সে অনুযায়ী, যদি কেউ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যেতে আগ্রহী হন, তার ঋণ প্রায় ১ লাখ ডলার পর্যন্ত মওকুফ করে দেয়া হবে। এই সুবিধা পাবেন ৩০ এবং তার কম বয়সী তরুণরা, যাদের ব্যাংকে ঋণ রয়েছে।
ইউক্রেনে যুদ্ধের ৩ বছর হতে চলায় যুদ্ধক্ষেত্রে সেনা সক্ষমতা বাড়াতে একের পর উদ্যোগ নিয়ে চলেছেন পুতিন। নতুন আইনে পহেলা ডিসেম্বর থেকে ১ বছরের জন্য ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, বিনিময়ে ঋণ থেকে অব্যাহতি পাবেন তরুণরা।
তরুণদের বকেয়া ঋণ ৯৬ হাজার ডলার পর্যন্ত শোধ করে দেবে রুশ সরকার। চলতি মাসেই এই বিল পাশ হয়েছে রুশ পার্লামেন্টে। সাধারণত ঋণের জন্য উচ্চ সুদ পরিশোধ করতে হয় রাশিয়াতে। যে কারণে কোনো অর্থ সঞ্চয় করতে পারেন না বেশিরভাগ রুশ নাগরিক।