ইউরোপ
বিদেশে এখন
0

ফ্রান্সের নির্বাচনে উগ্র ডানপন্থীদের চেয়ে এগিয়ে বাম জোট

ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনে উগ্র ডানপন্থি দল ন্যাশনাল র‌্যালি (আরএন) সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে। বিজয়ের দেখা পেতে যাচ্ছে বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি)। গতকাল (রোববার, ৭ জুলাই) দ্বিতীয় দফা ভোট শেষ হওয়ার পর বুথফেরত জরিপে এসব তথ্য উঠে এসেছে।

যেখানে বামপন্থী এনএফপি দেশটির মোট ৫৭৭টি আসনের মধ্যে ১৭২টি থেকে ২১৫টিতে জয় পাবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। এতে সরকার গঠনের আশা করছে বামপন্থী জোট এনএফপি।

কিন্তু সরকার গঠনে ২৮৯ আসন লাগবে বিধায় দলটি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশ পরিচালনা করতে পারবে না। জরিপে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যপন্থি জোট টুগেদার অ্যালায়েন্স দ্বিতীয় স্থানে থাকবে বলে আভাস দেয়া হয়েছে।

উগ্র ডানপন্থি দল ন্যাশনাল র‌্যালিকে রাখা হয়েছে তৃতীয় অবস্থানে। এ অবস্থায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় ফ্রান্সজুড়ে ৩০ হাজার পুলিশ মোতায়ন করা হয়েছে। এছাড়া বিশ্ববাজারে ইউরোর দরপতন হয়েছে ০.২ শতাংশ।

এসএস