ফ্রান্সের জাতীয় পরিষদের ৫৭৭টি আসনের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৮৯টি আসন। বিদায়ী সরকারে ম্যাক্রোর জোটের আসন ছিল ২৫০টি। এবার প্রায় ৫ কোটি ভোটার নিবন্ধিত হয়েছেন।
অধিকাংশ জনমত জরিপে, অভিবাসনবিরোধী ও ইউরোপিয়ান ইউনিয়নের সমালোচনাকারী নেতা মেরিন লে পেনের অতি ডানপন্থী ন্যাশনাল র্যালি দল এগিয়ে আছে। তাকে টেক্কা দিতে পারে বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট জোট। অন্যদিকে প্রেসিডেন্ট ম্যাক্রোর মধ্যপন্থী জোট হারাতে পারে অর্ধেকের বেশি আসন। দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই।