যুদ্ধ , ইউরোপ
বিদেশে এখন
0

অস্ত্রবিরতি চাইলে সেনা প্রত্যাহার করতে হবে ইউক্রেনকে: পুতিন

অস্ত্রবিরতি চাইলে রাশিয়ার দাবিকৃত অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে ইউক্রেনকে। বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (১৪ জুন) রাজধানী মস্কোতে রুশ রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে পুতিন জানান, রাশিয়ার আংশিক অধিকৃত দোনেৎস্ক, লুহানস্ক, খারসন ও ঝাপোরিঝিয়া থেকে সরে যেতে হবে ইউক্রেনের সেনাদের।

তিনি বলেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা চাইলে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোট ন্যাটোতে যোগ দেয়ার স্বপ্নও ত্যাগ করতে হবে ইউক্রেনকে।'

পুতিনের এসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানিয়েছেন, ২০১৩ সালে রাশিয়ার আত্মসাৎ করা ক্রিমিয়া থেকে রুশ সেনা প্রত্যাহার না করলে মস্কোর সাথে শান্তি আলোচনায় বসবেন না তিনি।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া।