ইউরোপ
বিদেশে এখন
0

ইতালিতে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ছে

পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ইতালি। গত দুই বছর ধরে সেখানে বিদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে চোখে পড়ার মতো। এতে লাভবান সেখানকার পর্যটনখাত নির্ভর বাংলাদেশি ব্যবসায়ীরা।

ইতালি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। দেশটির শৈল্পিক স্থাপত্য ও দেশিয় ঐতিহ্য বরাবরই মুগ্ধ করে বিদেশি পর্যটকদের।

২০২২-২৩ সালে ইতালির ভ্রমণ ও পর্যটন শিল্প দেশটির জিডিপিতে ১৯০ বিলিয়ন ইউরোর বেশি অবদান রাখে। পরিসংখ্যান বলছে সে সময় ইতালিতে মোট বিদেশি পর্যটকের সংখ্যা ছাড়ায় ৭৫ মিলিয়ন। প্রত্যাশা করা হচ্ছে ২০২৪ সালে ইতালিতে পর্যটক আসবে এর ১৫ থেকে ২০ শতাংশের বেশি।

ইতালিতে পর্যটন ঘিরে ইতোমধ্যেই হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় অনেকটা শক্ত অবস্থান গড়ে তুলেছেন প্রবাসী ব্যবসায়ীরা। প্রত্যাশার চেয়ে পর্যটক বেশি হওয়ায় অন্যান্য বছরের চেয়ে বেশি লাভের আশা তাদের।

হোটেল ব্যবসায়ীরা বলেন, আবহাওয়ার বিরুপ প্রভাবের কারণে মাঝেমধ্যে পর্যটকদের আনাগোনা কিছুটা কমলেও সার্বিকভাবে ইতালির হোটেল ব্যবসা খুব ভালো। গতবছরের তুলনায় এ বছর ১০-২০ শতাংশ বেশি পর্যটক আসার সম্ভাবনা আছে। ইতিমধ্যেই লাখ লাখ ট্যুরিস্ট বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। তাই এ বছর বেশি রেমিট্যান্স পাঠাতে পারবো বলে মনে করি।

ইতালিতে বাংলাদেশি হোটেল ব্যবসায়ীরা এ বছর বড় লাভের আশার পাশাপাশি ২০২৫ সালের জয়ন্তীকে সামনে রেখে রেকর্ড সংখ্যক পর্যটক আসার সম্ভাবনায় বুক বাঁধছেন তারা।