ইউরোপ
বিদেশে এখন
0

খারকিভে রাশিয়া-ইউক্রেনের তুমুল সংঘাত

ইউক্রেনের খারকিভে এখনও রুশ আর ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে তুমুল সংঘাত চলছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, খারকিভে বেশ ভালো অবস্থান নিয়েছে তারা। দুই পক্ষই বোমা, আর্টিলারি, ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা পাল্টা হামলা চালাচ্ছে।

যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, খারকিভে পরিস্থিতি জটিল হলেও এখনও নিয়ন্ত্রণে আছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইউক্রেনকে যেভাবে রাশিয়া ধ্বংস করেছে, সেভাবেই পুনর্গঠনে প্রয়োজনীয় অর্থ পরিশোধ করতে হবে। রাশিয়ার অর্থ জব্দের ক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে। এদিকে, রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে সমরাস্ত্র সরবরাহ করেছে, সেগুলো ধ্বংস করবে রুশ সেনাবাহিনী।

এসএসএস