দক্ষিণ-পশ্চিম রুশ রোস্তভ অঞ্চলে ইউক্রেনের ১১টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সোমবার (২৫ মার্চ) এ তথ্য জানায় তারা। অন্যদিকে, ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, তারা রাশিয়ার দখল করা ক্রিমিয়ান উপদ্বীপে দুটি বড় রুশ জাহাজে হামলা চালিয়েছে। একইসঙ্গে কৃষ্ণ সাগরে রুশ নৌবাহিনীর অন্যান্য অবকাঠামোতে হামলা করেছে কিয়েভ।
এদিকে রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলো মেরামত করছে কিয়েভ। আপাতত বিদ্যুৎ ঘাটতি মেটাতে আমদানির নির্দেশ দিয়েছে দেশটির সরকার।