ইউরোপ
বিদেশে এখন
0

বিশ্বের প্রাচীন সঙ্গীত নিয়ে অভিনব আয়োজন সৌধের

শাহনুর শাকিব

বিশ্বের প্রাচীন সংগীত নিয়ে লন্ডনের রয়্যাল আলবার্টে মঞ্চস্থ হলো প্রণয়ের গান। ব্রিটেনে দক্ষিণ এশীয় শিল্পের সাংস্কৃতিক সংস্থা সৌধের উদ্যোগে এ আয়োজন হয়। এতে অংশ নেন ব্রিটেনের নানা প্রান্তের সঙ্গীতপ্রেমীরা।

ব্রিটেনে ধ্রুপদি শিল্পের বিভিন্ন পরিবেশনা করে আসছে সাংস্কৃতিক সংস্থা সৌধ। ১৫ জানুয়ারি সন্ধ্যায় লন্ডনের বিখ্যাত রয়্যাল আলবার্ট হলে পরিবেশিত হয়েছে 'শৃঙ্গার ও পার্থিব প্রণয়ের গান: ঠুমরি থেকে ট্রুবাডোর'।

পাশ্চত্যের সংগীতের সঙ্গে দক্ষিণ এশীয় সংগীতের সেতুবন্ধন তুলে ধরেন ভিন্ন সংস্কৃতির শিল্পীরা। সংগীতের মাধ্যমে ভিন্ন সংস্কৃতির সঙ্গে সংযোগের এক বিশেষ পরিবেশনা দেখে মুগ্ধ দর্শকরা। বিশ্বের বিচিত্র সব প্রাচীন সংগীতের এক নতুন দুয়ার খুলেছে এই আয়োজন।

ব্রিটেন এস্টন ইউনিভার্সিটির ডেপুটি ভাইস-চ্যান্সেলর ওসামা খান বলেন, 'একটা বিষয় নিয়ে বিভিন্ন কবিতা, গান ও সংস্কৃতি একসাথে হয়েছে এ অনুষ্ঠানে। এটি দেখে ভালো লাগছে।'

এতে পরিবেশিত হয় বাংলা টপ্পা, কীর্তন, দক্ষিণ ভারতীয় শাস্ত্রীয়, উপশাস্ত্রীয় সংগীত। পাশাপাশি প্রাচীন গ্রিক, চীনা, আরব্য, ইতালিয়ান ও আদি-ইউরোপীয় ট্রুবাডোরের সংগীত। অনুষ্ঠানে সংগীতজ্ঞসহ যোগ দেন নানা শ্রেণির মানুষ।

সৌধের প্রতিষ্ঠাতা ও আয়োজক টি এম কায়ছার আহমেদ জানান, 'সংগীত পৃথিবীর সব মানুষ ও মানবতাকে একত্র করে। এ একত্রিত হওয়া জরুরি ছিল। অনুষ্ঠানটি রয়্যাল আলবার্টে হবার কারণে যারা সাউথ এশিয়ান শিল্পী তাদের অন্যান্য শিল্পীদের সাথে পরিচয় হয়েছে।'

এক যুগের বেশি সময় ধরে সৌধ ব্রিটেনের বিভিন্ন ভেন্যুতে দক্ষিণ এশীয় ও বিশ্বের ধ্রুপদি শিল্পের আয়োজন করে আসছে। ব্রিটেনে বাংলা ও দক্ষিণ এশীয় সংগীত ও সংস্কৃতিকে তুলে ধরেছে অনন্য মর্যাদায়।

এসএস