ব্রিটেনে ভূয়া কোম্পানির মাধ্যমে প্রতারিত প্রবাসী বাংলাদেশিরা

শাহনুর শাকিব
0

কেয়ার ভিসায় ব্রিটেনে গিয়ে সমস্যায় পড়েছেন অনেক বাংলাদেশি। এরইমধ্যে কেয়ার ভিসাসহ অভিবাসন আইনে বড় পরিবর্তন এনেছে ব্রিটিশ সরকার।

ব্রিটেনে ২০২৩ সালে রেকর্ড পরিমাণে বেড়েছে অভিবাসী। শিক্ষা ও কাজের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন ব্রিটেনে। বাংলাদেশ থেকেও শিক্ষা ও কাজের ভিসা নিয়ে পরিবারসহ ব্রিটেনে গিয়েছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। এদের অনেকেই বাস্তব চিত্র আর সঠিক তথ্য না জেনে সেখানে গিয়ে বিপাকে পড়ছেন।

বেশিরভাগ কর্মীই ব্রিটেনে যাওয়ার পর দেখছেন ভিন্ন চিত্র। দালালের খপ্পরে পড়ে ভূয়া কোম্পানির মাধ্যমে প্রতারিত হওয়া, কোম্পানির ঠিকানা খুঁজে না পাওয়া, চুক্তি অনুযায়ী চাকরি দিতে না পারাসহ বেশকিছু অভিযোগ রয়েছে।

চাকরি নিয়ে প্রতারণার পাশাপশি লন্ডন শহরে এ মুহূর্তে বাসস্থানের তীব্র সংকট থাকায় পরিবারসহ ভুক্তভোগী বিপুল সংখ্যক মানুষ। চলতি বছর রেকর্ড সংখ্যক অভিবাসী পারি জমানোতে সংকট আরও বেড়েছে।

সহায়তা পেতে স্থানীয় কেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করছে অনেকেই। কেয়ারার্স অ্যাসোসিয়েশনের প্রত্যাশা আগামীতে যারা ব্রিটেন যাবে তারা যেন কেয়ার কন্ট্রোল কমিশনের নিবন্ধিত কোম্পানিতে আবেদন করে তারপর যায়। এতে করে ব্রিটেনে পৌঁছার পর তাদের কোন ঝুঁকির মুখে পড়তে হবে না ।

টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অ্যাসোসিয়েশনের এডভাইজার জগলুল খান বলেন, 'সমস্ত কাগজ ভালভাবে দেখতে হবে কেয়ার কন্ট্রোল কমিশনে নিবন্ধিত আছে কি না। যদি সব ঠিক থাকে তবে আপনারা আসতে পারেন। যদি ঠিক না থাকে তাহলে আসবেন না। সেক্ষেত্রে অনেক অসুবিধায় পড়তে হবে।'

যদিও এ ভিসায় নির্ধারিত ফি ছাড়া যেকোনো লেনদেন আইনত অপরাধ। তারপরও প্রতারক চক্রের হাতে পড়ে বিপুল অর্থ ব্যয়ে ব্রিটেনে পাড়ি জমাচ্ছে বাংলাদেশিরা। আইনজীবীদের দাবি ব্রিটেনের কেয়ার সেক্টরে এখনও ব্যাপক সংখ্যক জনবল দরকার। সে সুযোগ কাজে লাগাতে পারে বাংলাদেশে থাকা এ খাতে দক্ষ ব্যক্তিরা।

সম্প্রতি কেয়ার ভিসায় কঠোর কিছু পরিবর্তনের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। নতুন পরিবর্তিত ঘোষণায় কেয়ার ভিসায় আর ব্রিটেনে নেয়া যাবে না পরিবারের কোনো সদস্য। কেবল যিনি কেয়ার খাতে কাজ করবেন তিনিই শুধু আসতে পারবেন ব্রিটেনে।

ব্রিটেনের অভিবাসনে আনা নতুন নিয়ম কার্যকর হবে ২০২৪ সালের মার্চ থেকে। কেয়ার ওয়ার্কার ভিসায় এখনও এক লক্ষ ৫০ হাজার কর্মী সংকট রয়েছে। তাই এই খাতে ইচ্ছুক ব্যক্তিদের ব্রিটেনে যাওয়ার আগে সার্বিক পরিস্থিতি সম্পর্কে ধারণা নিয়ে যাওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।

এসএস

আরও পড়ুন: