ইতালির সিসিলি দ্বীপের ৩ হাজার ৩৩০ মিটার উচ্চতার মাউন্ট এটনা বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। সম্প্রতি ফের ভয়াল রূপ ধারণ করেছে এই আগ্নেয়গিরি। তবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি বলছে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এটনা আগ্নেয়গিরি প্রায়ই ভয়ংকর হয়ে উঠে। ১৯৭০ সালের পর ২০০০ সালে এটনা’য় দুর্লভ ধরনের ধোঁয়ার কুন্ডলী অগ্ন্যুৎপাত হয়েছিল। সিসিলির ২৫ শতাংশের বেশি মানুষ এটনা পর্বত সংলগ্ন এলাকায় বাস করে। যেখানে অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছে।
বাংলাদেশিরা বলেন, অগ্ন্যুৎপাতের ঘটনায় আমরা অনেক আতঙ্কে থাকি। আর এ সময় আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বেচাকেনা কমে যায়।
প্রতি বছর অসংখ্য পর্যটক আগ্নেয়গিরিটি দেখতে আসেন। তবে অগ্ন্যুৎপাত ঘটলে এটনা‘র কাছের শহর কাতানিয়া থেকে সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।