সপ্তাহ খানেক স্বল্প অগ্ন্যুৎপাতের পর ইস্ট নুসা তেঙ্গারা প্রদেশের আগ্নেয় পর্বতটি থেকে বড় আকারে উদগিরণ শুরু হয় বৃহস্পতিবার (২০ মার্চ)।
অগ্ন্যুৎপাত আশঙ্কাজনক মাত্রায় পৌঁছে যাওয়ায় শুক্রবার (২১ মার্চ) বালি বিমানবন্দরে বাতিল হয় বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট।
ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দা ও পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার সময় আহত হয় একজন।
গেল বছর নভেম্বরে লিওটোবি লাকি-লাকি থেকে অগ্ন্যুৎপাতে প্রাণ যায় অন্তত নয়জনের।
উত্তপ্ত পাথর আর ফুটন্ত লাভার স্রোতে তলিয়ে যায় নিকটবর্তী বেশ কিছু গ্রাম। ভূমিকম্প প্রবণ প্রশান্ত মহাসাগরীয় 'রিং অব ফায়ার' অঞ্চলে অবস্থিত ইন্দোনেশিয়ার প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি।