পেশোয়ারের পুলিশ প্রধান মিয়াঁ সাইদ বলেন, ‘গেটে মোতায়েন তিনজন এফসি (ফেডারেল কনস্টাবুলারি) সদস্য শহীদ ও আরও চারজন আহত হয়েছেন। তিনি আরও বলেন, একজন হামলাকারী বিস্ফোরণ ঘটায় ও অন্য দুই হামলাকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়।
স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে নগরীর ব্যস্ততম রুটগুলোর মধ্যে একটি সদর রোডে অবস্থিত প্রাঙ্গণে ভিড়ের সময় এ হামলা চালানো হয় বলে প্রতিবেদনে জানা গেছে।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ প্রধান জুলফিকার হামিদ বলেন, ‘হামলা শেষ হয়েছে, কোনো অবিস্ফোরিত বোমা আছে কিনা তা নির্ধারণের জন্য একটি পরিষ্কার অভিযান চলছে।’ তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
প্রদেশটি আফগানিস্তানের সীমান্তবর্তী ও দীর্ঘদিন ধরে জঙ্গি সহিংসতার একটি কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, যা ২০২১ সালে কাবুলে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে তীব্র আকার ধারণ করেছে।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি আরও বেশি প্রাণহানি এড়াতে নিরাপত্তা বাহিনীর সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেছেন।
শরিফ বলেন, ‘এ ঘটনার অপরাধীদের যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করে বিচারের আওতায় আনা উচিত। পাকিস্তানের অখণ্ডতার ওপর হামলাকারি সন্ত্রাসীদের দুষ্ট পরিকল্পনা আমরা ব্যর্থ করে দেব।’





