কুর্নুল জেলার উলিন্দাকোন্ডার কাছে একটি মোটরসাইকেল এসে বাসটিতে ধাক্কা দিলে আগুন ধরে যায়। মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ১৯ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
গুরুতর অবস্থায় ১৫ জনকে হাসপাতালে নেয়া হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় শোক জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট দ্রোপদী মুর্মু ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।





