ভারতে চলন্ত বাসে আগুন, দগ্ধ হয়ে প্রাণহানি ১১

দুর্ঘটনায় কবলিত বাস
দুর্ঘটনায় কবলিত বাস | ছবি: সংগৃহীত
1

ভারতের অন্ধপ্রদেশের কুর্নুলে ভলভো বাসে আগুন লেগে অন্তত ১১ জন নিহত হয়েছে। আজ (শুক্রবার, ২৪ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ৪০ জন যাত্রী নিয়ে হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে যাত্রা করেছিলো।

কুর্নুল জেলার উলিন্দাকোন্ডার কাছে একটি মোটরসাইকেল এসে বাসটিতে ধাক্কা দিলে আগুন ধরে যায়। মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ১৯ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

গুরুতর অবস্থায় ১৫ জনকে হাসপাতালে নেয়া হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় শোক জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট দ্রোপদী মুর্মু ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

এসএস