চলতি বছরের সবচেয়ে শক্তিশালী সুপার টাইফুন রাগাসা ফিলিপিন্সসহ পার্শ্ববর্তী দেশ চীন, হংকং ও তাইওয়ানে আঘাত হানে। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাইওয়ান। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ হুয়ালিয়েনে আঘাত হানে ঝড়টি।
ঝড় থেমে গেলেও তার প্রভাব এখনও কাটিয়ে উঠতে পারেনি হুয়ালিয়েনবাসী। কাঁদার ভেতর ডুবে আছে ঘরবাড়ি। পানি নেমে যাওয়ায় ভেসে উঠছে ধ্বংসাবশেষ।
ধূসর কাঁদা এখনও বিস্তীর্ণ এলাকা ঢেকে রেখেছে, কাঁদা ও ধ্বংসস্তূপের ভেতর নিখোঁজদের খুঁজছে উদ্ধারকর্মীরা।
ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। কিন্তু ঘরবাড়ি কাঁদায় ডুবে থাকায় আশ্রয়কেন্দ্রেই ঠাঁই নিতে হচ্ছে অনেককে।
আরও পড়ুন:
এদিকে আবারও গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ফিলিপিন্সের আবহাওয়া অফিস। পূর্ব ভিসায়াস উপকূলের কাছাকাছি বুয়ালয় নামের নতুন একটি ঝড়ের অবস্থানের কথা জানিয়ে আবহাওয়া বিভাগ বলছে, পশ্চিম থেকে উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে ঘণ্টায় প্রায় ৩০ কিলোমিটার বেগে এগিয়ে যাচ্ছে ঝড়টি।
বুয়ালয় ঝড়ে ম্যানিলা শহর ও আশপাশের এলাকায় ভারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে নদী ও উপকূলের ঝুঁকিপূর্ণ অঞ্চলে আকস্মিক বন্যা বা ভূমিধসের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।





