ইউক্রেনকে যুদ্ধে উস্কে দিচ্ছে ন্যাটো ও ইইউ, অভিযোগ রাশিয়ার

ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কি
ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কি | ছবি: সংগৃহীত
0

হারানো ভূখণ্ড ইউক্রেনের পুনরুদ্ধারের সুযোগ রয়েছে বলে আবারও মন্তব্য করেছেন ট্রাম্প। এ সময় তিনি রাশিয়ার কর্মকাণ্ডের ওপর বিরক্তি প্রকাশ করেন। ডেনমার্কের আকাশে আবারও রহস্যময় ড্রোনের উপস্থিতির জন্য মস্কোর দিকে সন্দেহের আঙুল তুলেছে জার্মানি। এদিকে, বারবার আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় সতর্ক অবস্থানে ন্যাটো দেশগুলো। যদিও রাশিয়ার অভিযোগ, ইউক্রেনকে যুদ্ধে উস্কে দিচ্ছে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন। মস্কোতে অনুষ্ঠিত বিশ্ব পরমাণু সপ্তাহ উপলক্ষে আণবিক সংস্থার প্রধানসহ বেলারুশ, মিয়ানমারসহ বেশ কয়েকটি দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন পুতিন।

আবারও রাশিয়া এবং পুতিনের ওপর বিরক্তি প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, রাশিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডে তিনি খুবই অসন্তুষ্ট। রাশিয়ার কাছে হারানো ভূখণ্ড ইউক্রেনের পুনরুদ্ধারের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

লিথুনিয়া, পোল্যান্ড, এস্তোনিয়ার পর ন্যাটোভুক্ত আরেক দেশ ডেনমার্কের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার রহস্যময়ী ড্রোনের উপস্থিতির পর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় ডেনমার্কের দুটি বিমানবন্দর। শুক্রবার নতুন করে তাদের আকাশসীমায় আবারও রহস্যময়ী ড্রোনের উপস্থিতি পাওয়া গেছে।

এসব ঘটনায় অভিযোগের তীর এখন রাশিয়ার দিকে। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী জানান, এগুলো স্পষ্টতই পুতিনের কৌশলের অংশ। ইউরোপের আকাশসীমা দুর্বল প্রমাণ করার চেষ্টা করছে মস্কো।

আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশের ধারাবাহিক ঘটনায় ইউরোপের পূর্ব প্রান্তের চারপাশে প্রতিরক্ষা জোরদার করেছে ন্যাটো জোট। এরই অংশ হিসেবে লিথুয়ানিয়ায় অস্থায়ীভাবে একটি সতর্কতা ও নিয়ন্ত্রণ বিমান মোতায়েন করেছে তুরস্ক। ন্যাটোভূক্ত তুরস্কের সঙ্গে জ্বালানি ও পর্যটনসহ বিভিন্ন খাতে রাশিয়ার সুসম্পর্ক রয়েছে।

আরও পড়ুন:

এদিকে, ন্যাটো বাহিনী এরইমধ্যে তাদের নতুন প্রযুক্তির ড্রোনের মহড়া শুরু করেছে পর্তুগালও নেদারল্যান্ডসের সামরিক ঘাঁটিতে। এছাড়া, আকাশ ও সাবমেরিন ড্রোন নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চলছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়াকে হুমকি মনে করেই প্রস্তুতি নিচ্ছে ন্যাটো জোট।

এদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের অভিযোগ, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধে ইউক্রেনকে উস্কে দিচ্ছে। এই যুদ্ধ এখন ইউক্রেনের সঙ্গে সীমাবদ্ধ নয়, অন্য দেশও এতে জড়াতে চাচ্ছে।

রাশিয়ার পরমাণু শক্তি ব্যবহারের ৮০ বছর পূর্তি উপলক্ষে মস্কোতে আয়োজিত হয় বিশ্ব পারমাণবিক সপ্তাহ। বৈশ্বিক জ্বালানি সংকট ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে আলোচনা করতে বিশ্বের বিভিন্ন দেশের পরমাণু গবেষকরা একত্র হয়েছেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মস্কোতে আয়োজিত অনুষ্ঠানে আন্তর্জাতিক আণবিক সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠক করেন পুতিন। এছাড়া, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোসহ মিয়ানমারের রাষ্ট্রপ্রধান ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা আলাদা দ্বিপাক্ষিক বৈঠক করে রুশ প্রেসিডেন্ট। এর আগে আমন্ত্রিত অতিথিরা রাশিয়ার পরমাণু জাদুঘর পরিদর্শন করেন।

ইএ